প্রয়াত এসিপি প্রদ্যুমান, ক্ষুব্ধ অনুরাগীরা

মৃত্যু ঘটছে এসিপি প্রদ্যুমানের। জানিয়েছে সোনি টিভি। ২৭ বছর এই চরিত্রে অভিনয় করেছেন শিবাজি সত্যম। জনপ্রিয় চরিত্রের অনাকাঙ্ক্ষিত প্রয়াণ মেনে নিতে পারেননি অনুরাগীরা। ফেটে পড়েছেন ক্ষোভে। এসিপি প্রদ্যুমানকে বাদ দিয়ে ‘সিআইডি’ কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারবে, এটাই বড় প্রশ্ন। লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

ধারাবাহিকের প্রধান চরিত্র
এসিপি প্রদ্যুমান। তাঁকে চেনেন না, জানেন না এমন দর্শক খুঁজে পাওয়া ভার। একটি নির্ভেজাল কাল্পনিক চরিত্র। পৌঁছে গেছেন ঘরে ঘরে। অজান্তেই হয়ে উঠেছেন পরিবারের সদস্য। তাঁর বুদ্ধিমত্তা, সাহসিকতা অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। বিশেষত যুব সম্প্রদায়কে। সোনি টিভির ‘সিআইডি’ ধারাবাহিকের প্রধান চরিত্র তিনি। ১৯৯৮ সাল থেকে, ২৭ বছর এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শিবাজি সত্যম। তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর এবং হৃদয়ে গেঁথে থাকা কালজয়ী সংলাপগুলো তাঁকে করে তুলেছিল গোটা সিরিজের মধ্যমণি।
বিরতির পর
মাঝখানে ছয় বছর বিরতি। বিরতির পর ২০২৪-এর ২১ ডিসেম্বর, আবারও এসিপি প্রদ্যুমান রূপে পর্দায় ফেরেন এই জনপ্রিয় অভিনেতা। একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ফিরে আসতে পেরে তিনি কতটা খুশি। আবারও দর্শকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁকে এবং ‘সিআইডি’ ধারাবাহিকটিকে।
ধারাবাহিকের প্রচারের মধ্যেই গত সপ্তাহে সোনি টিভি সমাজ মাধ্যমে জানিয়েছে, পর্দায় এসিপি প্রদ্যুমান চরিত্রের মৃত্যু ঘটছে। জোর ধাক্কা। কীভাবে মারা যাবেন তিনি? তিগমাংশু ধুলিয়া অভিনীত বারবোসা সিআইডি দলের উপর হামলা চালাবেন। দলের অন্যান্য সদস্যরা বেঁচে গেলেও এসিপি প্রদ্যুমান বাঁচবেন না, এমনটাই জানা গেছে। সূত্রের খবর, এপিসোডটির ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সবাই শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন। কয়েক দিনের মধ্যেই নাকি সম্প্রচারিত হবে।
অনুরাগীদের ক্ষোভ
এসিপি প্রদ্যুমানের মতো জনপ্রিয় চরিত্রের এই রকম অনাকাঙ্ক্ষিত প্রয়াণ মেনে নিতে পারেননি অনুরাগীরা। তারই প্রতিফলন ঘটেছে সোনির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কমেন্টে। অনেকেই উগরে দিয়েছেন ক্ষোভ। একজন ভক্ত মন্তব্য করেছেন, এটা কী? সত্যিই কি এই পোস্টের প্রয়োজন? আপনারা এই চরিত্রটিকে, যাঁকে আমরা লালন করি, শেষ করতে চলেছেন। আমরা গল্পের মোড়ের জন্য অপেক্ষা করছিলাম। আপনারা আমাদের সবচেয়ে প্রিয় চরিত্র, আইকনিক এসিপি স্যারের সঙ্গে এমনটা করবেন না। এটা মেনে নিচ্ছি না। আক্ষরিক অর্থেই পছন্দ করছি না। এই পোস্টটি সত্যিই আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
আরেকজন যোগ করেছেন, এটা এসিপি প্রদ্যুমানের জন্য আরআইপি (রেস্ট-ইন-পিস) নয়। এটা সিআইডির জন্য আরআইপি এবং সোনি টিভির জন্য আরআইপি। কারণ এই একটি হৃদয়হীন পদক্ষেপের মাধ্যমে, আপনারা কেবল একটি চরিত্রকে শেষ করেননি, একটি উত্তরাধিকারকে কবর দিয়েছেন।
একজন বলেছেন, শিবাজি সত্যম ধারাবাহিক ছেড়ে দিতে চাইলে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো যেত, কাহিনি বাঁধা যেত অন্য ভাবে। তাঁর চরিত্রের মৃত্যু ঘটানো উচিত হয়নি।
কেউ কেউ মনে করেন এসিপি প্রদ্যুমান চরিত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে চ্যানেলের মৃত্যুঘণ্টাও বেজে গেল। অনেকেই সোনি টিভি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।
নতুন এসিপি
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিবাজি সত্যম বলেছিলেন, তিনি এই ধারাবাহিক থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নিতে চান। সেই কারণেই হয়তো নির্মাতারা তাঁর অভিনীত চরিত্রের মৃত্যুর ঘটনা দেখিয়েছেন। তবে তিনি ভবিষ্যতে আবার ফিরে আসবেন কি-না, সেই বিষয়ে কিছু জানাননি। পুরোটাই ছেড়ে দিয়েছেন নির্মাতাদের উপর।
এরই মধ্যে জোর আলোচনা চলছে, এসিপি প্রদ্যুমানের বদলে কোন চরিত্র ‘সিআইডি-২’ ধারাবাহিকে আসছে? জানা গেছে, এই ধারাবাহিকে অভিনেতা পার্থ সামথন যোগ দিতে পারেন। কেউ কেউ ধারণা করছিলেন, পার্থকে সম্ভবত এসিপি প্রদ্যুমানের চরিত্রেই দেখা যাবে। শেষ তথ্য অনুযায়ী, পার্থকে পাওয়া যাবে এসিপি আয়ুষ্মান নামে নতুন একটি চরিত্রে। সিআইডি অভিনেতাদের সঙ্গে তাঁর শ্যুটিংয়ের কিছু ঝলক নেট দুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
পার্থ সামথন ছোট পর্দার পরিচিত মুখ। এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’-এ অভিনয় করে তিনি পরিচিতি পান। তাঁকে ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকেও দেখা গেছে।
‘সিআইডি’র অংশ হওয়ার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে পার্থ জানিয়েছেন যে, এই ধারাবাহিকটি দেখেই বড় হয়েছেন। একটি নতুন ভূমিকায় পা রাখতে পেরে তিনি খুবই খুশি।
দ্বন্দ্বের পরিস্থিতি
এও জানা গেছে, ‘সিআইডি’র দয়া চরিত্রের অভিনেতা দয়ানন্দ শেঠি এবং অভিজিৎ চরিত্রের অভিনেতা আদিত্য শ্রীবাস্তব-সহ বাকি দুই চরিত্র যে পার্থ অভিনীত আয়ুষ্মান চরিত্রের অধীনে কাজ করবেন, এমনটা নয়। বরং তাঁদের মধ্যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হতে পারে।
পার্থ সামথনকে মেনে নিতে পারছেন না বহু দর্শক। তাঁদের বক্তব্য, এসিপি চরিত্রে শিবাজি সত্যম যতটা দাপট দেখিয়েছেন, ততটা দাপট দেখাতে পারবেন না পার্থ। তাঁকে কেউ কেউ ‘টিকটকা’র বলেও টিপ্পনী কেটেছন। করেছেন ব্যঙ্গ-বিদ্রুপ।
কাহিনি নেবে নতুন বাঁক
এই পরিস্থিতিতে শিবাজি সত্যম অভিনীত এসিপি প্রদ্যুমানকে বাদ দিয়ে ‘সিআইডি’ কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারবে, এটাই বড় প্রশ্ন। দর্শকদের ক্ষোভ নিশ্চিতভাবেই সোনি চ্যানেল কর্তৃপক্ষকে ভাবাচ্ছে। যদিও মনে হচ্ছে, এটা হয়তো পুরোপুরি পরিকল্পিত। চ্যানেল কর্তৃপক্ষ জল মাপছেন। ঠিক সময়েই বিরাট চমক দেবেন। কাহিনি নেবে নতুন বাঁক। আবারও হয়তো শিবাজি সত্যম ফিরে আসবেন এসিপি প্রদ্যুমান চরিত্রে। কিছুদিনের অপেক্ষা। তার জন্য চোখ রাখতে হবে পর্দায়।

Latest article