জাতীয়

বছরে ৫৮ লক্ষাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আদায় ৩২৯ কোটি

নয়াদিল্লি: দেশে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র ছাড়া যানবাহন চালানোর ক্ষেত্রে গত পাঁচ বছরে নেওয়া কড়া পদক্ষেপের বিস্তারিত তথ্য বৃহস্পতিবার লোকসভায় পেশ করলেন সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন জয়রাম গড়করি। লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় (Mala Roy) এবং ইউসুফ পাঠানের পেশ করা এই সংক্রান্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে (২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত) সারা দেশে মোট ৫৭,৪১,০২৪টি যানবাহনকে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকার জন্য জরিমানা করা হয়েছে এবং এই জরিমানা বাবদ মোট সংগৃহীত অর্থের পরিমাণ হল ৩২৯ কোটি ৫২ লক্ষ ১১ হাজার ৯৯৩ টাকা। জরিমানা হওয়া গাড়ির সংখ্যায় দিল্লি এবং কেরল তালিকার শীর্ষে রয়েছে, সংগৃহীত জরিমানার অঙ্কেও রাজস্থান এবং দিল্লি এগিয়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এই সময়ের মধ্যে মোট ১,৪২,৭০১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা থেকে প্রায় ৭ কোটি ৭১ লক্ষ টাকা জরিমানা সংগৃহীত হয়েছে।

আরও পড়ুন-অভিষেকের প্রশ্নে ফের ধরা পড়ে গেল কেন্দ্রের মিথ্যাচার

তৃণমূল সাংসদদের (Mala Roy) প্রশ্নে মন্ত্রী আরও জানান যে, ২০১৪ সাল থেকে সরকারি যানবাহনগুলির ক্ষেত্রেও দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকার ঘটনা ধরা পড়েছে। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩১৯টি সরকারি যানবাহনকে বৈধ দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র ছাড়া অবস্থায় পাওয়া গেছে এবং এই যানবাহনগুলি থেকে সংগৃহীত মোট জরিমানার পরিমাণ হল ২ লক্ষ ৪৯ হাজার টাকা। গড়কড়ির কথায়, দূষণ নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এই ধরনের পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago