প্রতিবেদন : ইফতারে যোগ দিতে কাল সোমবার হুগলির ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে হুগলি গ্রামীণ পুলিশ, জাঙ্গিপাড়া ও হরিপাল থানার তরফে শুরু হয়েছে তৎপরতা। মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফের মুশফিরখানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন।
আরও পড়ুন- ম্যাসিডোনিয়ার কোচানি শহরের নাইটক্লাবে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৫১
মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাব। মুখ্যমন্ত্রীর কাছে আমরা বেশি দাবি করব না। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়টি যেন পির আলবাকাস সিদ্দিকি রহমাতুল্লাহর নামে করা হয়। রমজান মাস উপলক্ষে সরকারি উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। এই সফরে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও তাঁর মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।