প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

Must read

শনির সকালে বিটাউনের মন খারাপ। সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করে তারার দেশে চলে গেলেন বলিউড তারকা মুকুল দেব (Mukul Dev)। ‘সন অফ সর্দার’ খ্যাত অভিনেতা অসুস্থতার কারণে বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন। শুক্রবার গভীর রাতে দিল্লিতে তার মৃত্যু হয়। সমাজমাধ্যমে প্রথমেই দুঃসংবাদ জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। মাত্র ৫৪ বছর বয়সে মুকুলের (Mukul Dev) অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড (Bollywood)।

আরও পড়ুন: পাকিস্তান সন্ত্রাসবাদের হিংস্র কুকুর পালন করছে: আক্রমণ অভিষেকের, মুগ্ধ টোকিও

সিনেমা এবং টেলিভিশনের অতি পরিচিত মুখ মুকুল দেব (Mukul Dev)। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়ে ছিলেন। বলিউড ভাইজানের সঙ্গে ‘জয় হো’ ছবিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায় বাবা-মায়ের মৃত্যুর পর সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ‘আর রাজকুমার’ খ্যাত অভিনেতা। গত কয়েক দিনের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। বলিউড ছাড়াও গুজরাটি, মারাঠি, ইংরেজি এবং পাঞ্জাবি ভাষায় বেশ কিছু ছবি ও টেলিভিশন শো করেছেন। বাংলা ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা। জিতের (Jeet) সঙ্গে, ‘আওয়ারা’, ‘বচ্চন’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা গেছিল তাঁকে। মুকুলের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা।

Latest article