প্রয়াত ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ ধীর

Must read

বুধের সকালে বিনোদন জগতে দুঃসংবাদ, চলে গেলেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মাসখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অপারেশন করা হয়। তারপর আর সেরে উঠতে পারেননি। বি আর চোপড়ার (BR Chopra) ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। ৬৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’ (CTAA)।

আরও পড়ুন- কলকাতার জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি-আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলে আমেরিকান গায়ক গ্র্যামি পুরস্কার জয়ী ডি’অ্যাঞ্জেলোর মৃত্যু সংবাদ মিলেছিল। বুধের সকালে প্রয়াত ভারতীয় অভিনেতা পঙ্কজ (Pankaj Dheer)। বিনোদন জগতের সময়টা সত্যি বোধহয় ভালো যাচ্ছে না। বলিউড সিনেমা সিরিয়াল জগতের কলাকুশলীরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রায় ৫৫ বছরের অভিনয় ক্যারিয়ারে সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পংকজ। তার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের মেলবন্ধন দর্শকের পছন্দের ছিল। পরিচালক হিসেবে দুটো ছবিতে কাজ করেছেন তিনি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।

Latest article