মোদি সরকারের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার তার দ্বিতীয় দিন। গতকালও ধর্না মঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজও একই অবস্থা। ধর্না মঞ্চে রয়েছে বহু নেতা-মন্ত্রীরাই। তার মাঝে অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee) তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন রেড রোডের ধর্না মঞ্চেই।
আরও পড়ুন- হুইল চেয়ারেই ধর্না মঞ্চে কুণাল, উঠে এসে উৎসাহ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার। সেদিন উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা এই সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ।“