সংবাদদাতা, হাওড়া : ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari Murder Case) ওরফে ঈশা আলিয়া খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়াকে খুনের ঘটনায় ধৃত তার স্বামী প্রকাশ ও তার ভাই সন্দীপ দু’জনেই রাইফেল শ্যুটার। তাহলে রিয়াকে (Riya Kumari Murder Case) খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কি তাদের বাড়িতেই ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জানা গেছে, এর আগেও রিয়াকে খুনের চেষ্টা করেছিল তার স্বামী প্রকাশ কুমার। ঝাড়খণ্ডের হাজারিবাগ থানায় প্রকাশের বিরুদ্ধে রিয়াকে খুনের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ঘরের মধ্যে ঢুকিয়ে বন্দুকের বাঁট দিয়ে তাঁর মুখে আঘাত করে রিয়াকে খুনের চেষ্টা করেছিল প্রকাশ। সেই যাত্রায় কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন রিয়া। এরই পাশাপাশি রিয়াকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার না হওয়ায় রহস্য ঘনীভূত হচ্ছে। প্রকাশ নিজেই এই ঘটনা ঘটিয়েছিল নাকি খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রকাশের ভাই সন্দীপ একজন রাইফেল শ্যুটিংয়ের দক্ষ প্রশিক্ষক। প্রকাশেরও রাইফেল শ্যুটিংয়ের প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া আছে। তারা কি আগে থেকেই পুরো ঘটনার ছক কষে রেখেছিল? এই ব্যাপারে নিশ্চিত হতে ধৃত প্রকাশ ও তার ভাই সন্দীপকে মুখোমুখি বসিয়ে জেরা করছে পুলিশ।