২০ গ্রাম ওজনের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা অভিযোগে বড় বাজারের নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত (actress rupa dutta)।গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে অভিনেত্রীর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তা সেল গঠন




