আসলে মোদির পরিবর্তন

Must read

প্রতিবেদন : বাংলায় পরিবর্তনের স্লোগান তুলতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজের পরিবর্তন প্রকাশ করে ফেললেন। বিগত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী যতবার বাংলায় এসেছেন ততবার রামের নাম নিয়েছেন। আর এবার প্রধানমন্ত্রীর মুখে জয় কালী-জয় দুর্গা। প্রধানমন্ত্রী বলতেন, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। বাংলার দুর্গাপুজো এখন ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায়। আর মা কালী? তিনি আছেন দক্ষিণেশ্বরে, আছেন কালীঘাটে। সময় করে আসুন। দুই জায়গায় ওঁকে ঘুরিয়ে দেখিয়ে দেবেন বাংলার মানুষ। প্রধানমন্ত্রী (Narendra Modi) যদি কালীপুজোর দিন আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা কালীর আশীর্বাদটা নিয়ে আসবেন।

আরও পড়ুন-ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার জবাবই দিতে পারলেন না প্রধানমন্ত্রী, তথ্য-প্রমাণ তুলে ধুয়ে দিল তৃণমূল

Latest article