প্রতিবেদন : তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত পেল আদানি গোষ্ঠী (Tajpur Port- Adani Group)। সোমবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বন্দরটি তৈরি হলে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। পুরমন্ত্রী জানিয়েছেন, দরপত্রে অংশ নেওয়া দুটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে আদানি গোষ্ঠীকে বেছে নেওয়া হয়েছে। বন্দরটি উত্তরবঙ্গ সহ রাজ্যের সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি করবে বলে তিনি জানান।
হলদিয়া, তাজপুরে বন্দরে (Tajpur Port- Adani Group) বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন গৌতম আদানি শুধু তিনিই নন, তাঁর ছেলেও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে গিয়েছেন। তখনই বোঝা যাচ্ছিল, এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আদানি গোষ্ঠী আগ্রহী। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও গৌতম আদানি তাজপুর বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে বন্দর তৈরির দায়িত্ব আদানিকেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। বন্দর তৈরি করতে পর্যায়ক্রমে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। এই প্রকল্পে তাজপুর সমুদ্র সৈকত থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকা উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি এবং প্রস্তাবিত সমুদ্র বন্দরের পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার কোটি টাকা খরচ করা হবে।
আরও পড়ুন-মিডিয়ায় বিচারপতি, তাহলে বিচার নিয়েও কেন সংবাদমাধ্যমে বলা যাবে না!
অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঁচ একর জায়গায় একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তৈরি করা হবে বলে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তাঁত ও বয়ন শিল্পকে উৎসাহ দিতে একটি টেক্সটাইল ইনিশিয়েটিভ স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রকল্প ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।