রায়গঞ্জ হাসপাতালে বসছে অতিরিক্ত ২০০ সিসি টিভি

পাশাপাশি বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে। এতে চিকিৎসকদের রেস্ট রুমের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যা। বিভিন্ন মেডিক্যাল কলেজে চলছে পরিকাঠামো উন্নয়নের কাজ। চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে চালু হচ্ছে অত্যাধুনিক ইউনিট। তারই মাঝে হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করার কাজ করছে রাজ্য স্বাস্থ্য দফতর। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে এবারে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসানো হচ্ছে অতিরিক্ত ২০০টি সিসি টিভি। প্রশাসনের নির্দেশে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হল।

আরও পড়ুন-খরস্রোতা নদীর পাশে তাঁবু, নিবু-নিবু আলোয় রাত্রিযাপন

পাশাপাশি বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে। এতে চিকিৎসকদের রেস্ট রুমের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস ডিটেকশনের ব্যবস্থা থাকবে এই সিস্টেমে। ফলে চিকিৎসকেরা সুরক্ষিতভাবে রেস্ট রুম ব্যবহার করতে পারবেন। শনিবার এই ব্যবস্থার সার্ভে করা হয়। ১৩টি ঘর দেখা হয়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সহকারী সুপার শৌনক ঘোষ বলেন, অতিরিক্ত ২০০টি সিসিটিভি ক্যামেরা বসছে হাসপাতাল চত্বরে। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করে জায়গা চিহ্নিত করেছে। এছাড়াও বিশেষ করে চিকিৎসকদের রেষ্টরুমের নিরাপত্তাকে কঠোর করতে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালু হচ্ছে। ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলেও জানান কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার আলমগির সরদার।

Latest article