বর্ষশেষে অতিরিক্ত মেট্রো

Must read

প্রতিবেদন : একদিন পরই বর্ষশেষ। বর্ষশেষের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর রাতে ভিড় সামলাতে বেশি রাতে আরও ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রবিবার মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। তবে সব ট্রেনগুলি চলবে ব্লু লাইন বা নর্থ-সাউথ মেট্রোয় (Kolkata Metro)। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য রাত ৯.৪৮ মিনিটে, ১০.০৩ মিনিটে এবং ১০.১৮ মিনিটে পরিষেবা পাওয়া যাবে। অপরদিকে দক্ষিণেশ্বরের জন্য কবি সুভাষ থেকে রাত ৯.৫৫ মিনিটে, ১০.১০ মিনিটে এবং ১০.২৫ মিনিটে। বর্ষবরণের রাতে রাত ৯.৪০-এর পর ১৫ মিনিট অন্তর মিলবে পরিষেবা।

আরও পড়ুন- তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড, ৭ দিন পর খাঁচায় জিনাত, আনা হল আলিপুর চিড়িয়াখানায়

Latest article