বছরের শেষ রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর রাতে ভিড় সচরাচর পার্ক স্ট্রিটমুখী হয়।

Must read

বর্ষশেষ-বর্ষবরণের সন্ধিক্ষণে শহর কলকাতায় বিপুল জনসমাগমের কথা চিন্তা করেই ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে মাতোয়ারা আমজনতার যাতে বাড়ি ফিরতে কোনও সমস্যা না হয় সেই কারণে বুধবার রাতে বাড়তি আটটি মেট্রো চলাচল করবে।

আরও পড়ুন-প্রাথমিকে নিয়োগ, আজ থেকে শুরু ইন্টারভিউ

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর রাতে ভিড় সচরাচর পার্ক স্ট্রিটমুখী হয়। অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছতে এবং ভিড় এড়াতে মেট্রোয় সওয়ার হন। তিলোত্তমার চেনা এই ছবির যে এ বছরেও কোন বদল হবে না তা একপ্রকার নিশ্চিত। বিগত বছর ছটি অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল। এবছর আরও দুটি বাড়ানো হলো। কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে ৭টি রেক দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের (Dakshineswar to Sahid Khudiram Metro) মধ্যে চলবে। শুধু ১টি মাত্র কেবল শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত পরিষেবা দেবে। এই সুবিধা শুধুমাত্র ব্লু লাইনে মিলবে। গ্রিন, অরেঞ্জ, ইয়েলো ও পার্পল লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলাচল করবে। ব্লু লাইনে প্রথম পরিষেবার সময়ের কোন বদল হয়নি। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে মেট্রোটি ছাড়বে রাত সাড়ে ১০টায়।

Latest article