বলিউডে একের পর এক সুখবরের পর এবার মা হলেন অদিতি মুন্সী (Aditi Munshi)। অদিতি ও দেবরাজ চক্রবর্তীর ঘর আলো করে রবিবার সকালে এল পুত্র সন্তান। কীর্তনের সুরেই অদিতির পরিচিতি। ২০১৮ সালে গায়িকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর গাঁটছড়া বাঁধা হয়। পেশায় সঙ্গীতশিল্পী ছাড়াও তিনি রাজারহাট গোপালপুরের বিধায়িকার দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন-আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিয়ের সাত বছরের মাথায় জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন এই দম্পতি। রবিবার পুত্র সন্তানের মা হলেন অদিতি। এদিন সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দিলেন গায়িকা। সূত্রের খবর বেশ কিছু দিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অদিতিকে শেষ দেখা গিয়েছিল একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায়।
আরও পড়ুন-গদ্দারের সেম সাইড গোল! কেন্দ্রীয় বাহিনী ফেলে পেটাল বিজেপি নেতাকে
প্রসঙ্গত, গান আর রাজনীতির ভারসাম্য রাখতে অদিতির কোনও সমস্যা কখনই হয়নি। রাজনৈতিক কাজ সামলেও নিয়মিত গানের অনুষ্ঠান করেছেন অদিতি। তবে এবার মাতৃত্ব কিভাবে সামলাবেন অদিতি, সেই দিকে নজর থাকবে সকলের। সব মিলিয়ে ছুটির আমেজে এমন এক সুখবর টলিপাড়া ও রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে।

