এক মঞ্চে রবীন্দ্র আবহে মিশলো তিন কবি, ব্যতিক্রমী সুরেলা সফরে অদিতি মহসিন

Must read

রবিবাসরীয় সন্ধ্যায় মহানগরীর বুকে আয়োজিত হলো শিল্পী অদিতি মহসিনের একক সঙ্গীতানুষ্ঠান ‘চিরসখা’। আয়োজনে ইন্দ্রাণী ব্যানার্জি মেমোরিয়াল ট্রাস্ট, শ্রীরামপুর। প্রথমার্ধে রবীন্দ্রগানে আর দ্বিতীয়ার্ধে শিল্পীর কন্ঠে ধ্বনিত হলেন তিন কবি , রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়। ২৩ জুন ২০২৪-এ জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী অদিতি মহসিনের (Adity Mohsin) কণ্ঠে বিভোর হলেন শ্রোতারা।

আরও পড়ুন- রাজ্যসভায় বিরোধী শিবিরে এবার বিজেডিও

হুগলি জেলার শ্রীরামপুর শহরের বুকে সুস্থ সংস্কৃতির প্রসারে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ইন্দ্রাণী ব্যানার্জির অবদান অনস্বীকার্য। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রাণ দিয়ে গান ভালবেসে গেছেন।তাঁর স্মৃতিতে তৈরি এই ট্রাস্টের প্রথম অনুষ্ঠানে দর্শকের অভূতপূর্ব সাড়া মেলায় উচ্ছ্বসিত শিল্পী অদিতি (Adity Mohsin) নিজেও। এর আগে তিনি যখনই কলকাতায় অনুষ্ঠান করেছেন তাঁর অনুরাগীরা রবীন্দ্র সুরের মূর্ছনায় ভেসে গেছেন। এবারেও ব্যতিক্রম হল না। প্রার্থনা থেকে প্রেম পর্যায় ঘুরে দর্শকের অনুরোধে শিল্পী পাড়ি দিলেন বর্ষার দেশে। দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিল্পীর কণ্ঠে তিন কবির গান। কখনও গাইলেন ‘জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন’ আবার কখনও ‘আমরা এমনি এসে ভেসে যাই’ গেয়ে সবার মন জিতে নিলেন। একদিকে রবি ঠাকুর অন্যদিকে রজনীকান্ত-অতুলপ্রসাদ – দ্বিজেন্দ্রলালের মেলবন্ধনে তিলোত্তমার সঙ্গীতপ্রেমীদের এক দারুণ সান্ধ্যমেজাজ উপহার দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মহসিন।

Latest article