প্রতিবেদন: চাঁদের পর এবার ইসরোর টার্গেট সূর্য। চন্দ্রযান ৩-এর সাফল্যের পর আশায় বুক বাঁধছে দেশবাসী। শনিবার ফের বড় পরীক্ষায় বসতে চলেছে ইসরো। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চিং সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য এল-১ (ADITYA-L1)। চন্দ্রযান-৩-র রোভার প্রজ্ঞান বর্তমানে চাঁদের অন্দরের বিভিন্ন খবর সংগ্রহে ব্যস্ত। আর এমন আবহেই সূর্যের রহস্য উত্থানে পাঠানো হবে আদিত্য-এল-১ মহাকাশযানকে। এই বড় পরীক্ষার আগে শুক্রবার তিরুপতি মন্দিরে পৌঁছলেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রাভিযানের সাফল্যের পর এবার সূর্য মিশনের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরো চেয়ারম্যান ড. এস সোমনাথ। ইতিমধ্যেই ইসরো উৎক্ষেপণের সমস্ত প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে। গত ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে ল্যান্ডিংয়ের পরও ইসরো প্রধানকে দেখা গিয়েছিল মন্দিরে পুজো দিতে। এবার আদিত্য এল-১ (ADITYA-L1) মিশনের সাফল্য কামনাতেও ইসরোর বিজ্ঞানীরা পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে। শুক্রবার ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ বলেন, ইসরোর সৌর মিশন ‘আদিত্য-এল-১’ উৎক্ষেপণের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এটি ভারতের প্রথম সূর্য অভিযান। এর সাহায্যে সূর্য সম্পর্কে আরও তথ্য জানা যাবে। আদিত্য এল-১ সৌরযানটি সূর্য এবং পৃথিবীর মহাকর্ষীয় সিস্টেমের লং রেঞ্জ পয়েন্টের চারপাশে একটি কক্ষপথে স্থাপন করা হবে। এই জায়গাটি পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশনের মতো ইসরো সূর্যাভিযানেরও সরাসরি সম্প্রচার করবে। ইসরো জানিয়েছে, প্রথমে এটিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। তারপর, কক্ষপথ আরও উপবৃত্তাকার করা হবে। শেষ পর্যন্ত মহাকাশযানটিকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে লং রেঞ্জ পয়েন্ট ১-এর দিকে নিয়ে যাওয়া হবে। পরে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার পরে ক্রুজ পর্যায় শুরু হবে।
আরও পড়ুন- INDIA-র সমন্বয় কমিটিতে অভিষেক, রাঘব, তেজস্বী-সহ একাধিক নেতারা