প্রতিবেদন: বন্ধ নয়, স্থগিত রাখা হল বিধাননগর মেলা (Bidhannagar Mela)। করুণাময়ী লাগোয়া সেন্ট্রাল পার্কে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শেষ হওয়ার পর আলোচনার ভিত্তিতে বিধাননগর মেলার দিনক্ষণ ঠিক করা হবে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, এবার কলকাতার আন্তর্জাতিক বইমেলা অনেকটা এগিয়ে এসেছে অন্যান্য বছরের তুলনায়। সেন্টাল পার্কের মেলা প্রাঙ্গণেই হয় বিধাননগর মেলা। আমাদের এই মেলা ডিসেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হয়। ২১ দিন ধরে চলে। কিন্তু এই সময় করলে মাত্র ১৫ দিন মেলা করা যাবে। শুধু তাই নয়, মেলা শেষ হতে না হতেই স্টল খোলার কাজ করতে হবে। কারণ বইমেলার জন্য অনেকটা জায়গা প্রয়োজন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের গৌরবের। তাই বইমেলা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তাই বিধাননগর মেলা (Bidhannagar Mela) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিধাননগর মেলাও আমাদের আবেগ। যেসব ব্যবসায়ী বা সংস্থা প্রতিবছর বিধাননগর মেলায় অংশ নেয়, তাদের সঙ্গে কথা হয়েছে। বইমেলার জন্য বিধাননগর মেলার দিনক্ষণ কমাতে তারা কেউই রাজি নয়। তারা জানিয়েছে, মেলার শেষদিকেই বিক্রি বেশি হয়। সময় কমলে ব্যবসা মার খাবে।
আরও পড়ুন- দক্ষিণ গাজায় এখন মৃত্যুমিছিল