ঘাটাল মাস্টার প্ল্যানে খালসংস্কারের আগে সপার্ষদ পরিদর্শনে এডিএম

সঙ্গে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস ও ২ ব্লকের বিডিও প্রবীরকুমার সিট-সহ জেলা পরিষদের সদস্যরা।

Must read

সংবাদদাতা, দাসপুর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে দাসপুরের সোলাটোপা খাল সংস্কারের কাজ। বুধবার এই কাজের বিষয় খতিয়ে দেখতে হাজির হন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক। সঙ্গে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস ও ২ ব্লকের বিডিও প্রবীরকুমার সিট-সহ জেলা পরিষদের সদস্যরা।

আরও পড়ুন-নদিয়ায় এসআইআর কর্মসূচির কাজে সন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন

জানা যায়, দাসপুর ২ ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ সাড়ে ১৪ মিটার লম্বা সোলাটোপা খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গৌরা, খুকুড়দহ ও জোতঘনশ্যাম এই তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয় ফি বছর বর্ষার সময়। খালটির জল বেরোনোর মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে না পেরে খালে জমে থাকে। অতিরিক্ত জল গিয়ে পড়ত কৃষকদের জমিতে। এর ফলে ধান-সহ অন্যান্য ফসল এবং সবজি প্রায়শই নষ্ট হয়ে যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ। এবার সেই প্ল্যানের আওতায় থাকা এই খালটিরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে খালটির সংস্কার ঠিক কীভাবে হবে তা নিয়েই কথা বলতে সেচ দফতরের আধিকারিকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক। জেলার প্রশাসনিক কর্তারা জানান, শিগগিরই যে এই খালের সংস্কার শুরু হচ্ছে সেই খবর শুনে এলাকাবাসীও অত্যন্ত খুশি।

Latest article