বঙ্গ

সুন্দরবনে দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার-মেরামতির ছাড়পত্র প্রশাসনের

প্রতিবেদন : সুন্দরবনের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার ও মেরামতির পরিকল্পনায় ছাড়পত্র দিল রাজ্য। সেতুগুলির বর্তমান অবস্থা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হল।
সুন্দরবন উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মূলত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর–২ ব্লকের অধীনে রায়দিঘি থানা এলাকার বারাদানগর ও দক্ষিণ কঙ্কণদিঘি মৌজার সংযোগকারী স্টিল কাঠামোর কার্ট ব্রিজটির জরুরি মেরামতির কাজ হাতে নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে ‘দড়ি টানা খেয়া’ নামে পরিচিত এই সেতুটি নাগেন্দ্রপুর ও কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল হয়ে পড়ায় সাধারণ মানুষ ও পণ্য পরিবহণে ঝুঁকি বাড়ছিল। এই প্রকল্পের জন্য প্রায় ৪১ লক্ষ ৩৭ হাজার ৭৬৪ টাকা বরাদ্দ করা হয়েছে এবং কাজ শুরু হওয়ার পর ৯০ দিনের মধ্যে তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ‘প্ল্যান হেড’-এর আওতায় কাজটি নেওয়ায় এটি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
রায়দিঘি উপবিভাগের মধ্যেই মনী নদীর উপর রায়দিঘি সেতুরও জরুরি সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে। এই সেতুটি রায়দিঘি ও কঙ্কণদিঘি পঞ্চায়েত এলাকার সংযোগ রক্ষা করে। এখানে ক্ষতিগ্রস্ত আরসিসি রেল পোস্ট, রেলিং ও হুইল গার্ড মেরামত করা হবে। পাশাপাশি দু’টি নষ্ট এক্সপ্যানশন জয়েন্ট নতুন তৈরি ও বসানোর কাজও থাকবে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৮১০ টাকা এবং কাজ শেষ করার সময়সীমা ৯০ দিন।

আরও পড়ুন-দর্শকসংখ্যায় এই ডিসেম্বরে রেকর্ড সায়েন্স সিটির

দফতরের এক আধিকারিক জানান, পরিবেশগত প্রতিকূলতার কারণে এই অঞ্চলের সেতুগুলির উপর নিয়মিত চাপ পড়ে। সময়মতো মেরামতি না হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই আরও ক্ষয়ক্ষতি ঠেকাতেই এই জরুরি পদক্ষেপ।
দু’টি প্রকল্প মিলিয়ে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৪৬ লক্ষ ৪ হাজার টাকা। কাজগুলি দু’দফার দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হবে, যেখানে আগে কারিগরি যোগ্যতা যাচাই এবং পরে আর্থিক দর খোলা হবে। সংশ্লিষ্ট ঠিকাদারদের সরকারি প্রকল্পে পূর্ব অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর, এই কাজের সঙ্গে যুক্ত অদক্ষ শ্রমিকদের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের জব কার্ড থাকতে হবে।
রাজ্যের লক্ষ্য, জরুরি ভিত্তিতে এই সেতুগুলির মেরামতি শেষ করে সুন্দরবনের নদীঘেরা ও গ্রামীণ এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহণে স্বাভাবিকতা ফিরিয়ে আনা।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

8 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago