প্রতিবেদন : জলবন্দি অসহায়তার ষষ্ঠদিন। এখনও হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বীরভূমের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। গত চার দশকের মধ্যে বাংলার এমন বানভাসি পরিস্থিতি মানুষ দেখেনি। হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছে ত্রাণশিবিরে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ভেঙে পড়েছে ঘরবাড়ি। কিন্তু এর মধ্যেও অমানবিকতার সীমা অতিক্রম করে ফের জল ছাড়ল ডিভিসি। সোমবার মাইথন ও পাঞ্চেত থেকে নতুন করে প্রায় ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবারও এই দুই জলাধার থেকে প্রায় ৫০ হাজার জল ছেড়েছে ডিভিসি। ফলে আগামী কয়েকদিন আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং ত্রাণ বিতরণ করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ওষুধপত্র, পানীয় জল, শুকনো খাবার-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্যাকবলিত এলাকায় পৌঁছে যাচ্ছেন তৃণমূলের সাংসদ-মন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সোমবারও হুগলির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুল, পুরশুড়া, গোঘাট অঞ্চলে নৌকোয় ঘুরে ঘুরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। অন্যদিকে, কাঁসাই নদীর জলস্তর অনেকটাই নেমেছে। তবে দুর্ভোগ চলছে এখনও। এদিন ডেবরার জোতহাড়ো, ত্রিলোচনপুর, চকঅর্জুনী, খাজুরি, চকমাধুরী এলাকায় স্পিডবোটে করে ত্রাণ নিয়ে হাজির হন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান ও বিধায়ক হুমায়ুন কবির। ত্রাণবিলিতে ছিলেন পুলিশ আধিকারিকরাও। প্রায় ৫০টিরও বেশি পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেন মন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফেও বহু মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে পাঁশকুড়া, ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাতেও একই অবস্থা। দুর্গতদের পরিষেবায় আশা কর্মীরাই ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন বন্যাকবলিত এলাকায়। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগরা মহকুমার প্রায় দশটি গ্রাম সুবর্ণরেখা নদীর উপচে পড়া জলে প্লাবিত। তার মধ্যে আবার নিম্নচাপের ভ্রুকুটিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা জলবন্দি দুর্গত মানুষের।
আরও পড়ুন- বাংলার বঞ্চনা মানব না মানুষ এর উত্তর দেবে : মুখ্যমন্ত্রী
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…