সরকারি জমি দখলমুক্ত রিষড়ায় অভিযানে প্রশাসন

পুরসভার আধিকারিক থেকে শুরু করে জঞ্জাল বিভাগের কর্মীদের নিয়ে পে লোডার দিয়ে রাস্তার দু’ধারের ঝুপড়ি থেকে উচ্ছেদ শুরু করেছে।

Must read

সংবাদদাতা, হুগলি : একশ্রেণির দলীয় নেতাদের মদতে জমি মাফিয়ারা সরকারি জমি জবরদখল করছে। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে জবরদখল উচ্ছেদের কাজ। রিষড়া পুর এলাকার যেসব জবরদখলকারী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসা চালাচ্ছিল, তা উচ্ছেদ করতেই বৃহস্পতিবার সকালে পথে নেমেছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-দক্ষিণে বৃষ্টিতেও অস্বস্তি বাঁকুড়ায় বজ্রপাতে মৃত ১

পুরসভার আধিকারিক থেকে শুরু করে জঞ্জাল বিভাগের কর্মীদের নিয়ে পে লোডার দিয়ে রাস্তার দু’ধারের ঝুপড়ি থেকে উচ্ছেদ শুরু করেছে। বছরের পর বছর ধরে রাস্তাজুড়ে আবর্জনা এবং বেআইনি খাটালগুলির বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে। গায়ের জোরে তারা পুরসভার জমি দখল করে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিন বেশ কিছু ছোটখাটো ঝুপড়ি ভাঙার পাশাপাশি পুরএলাকায় যারা পাকাপাকিভাবে ব্যবসা চালাচ্ছে, পুলিশ প্রশাসনের তরফে তাদের সাতদিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে কনস্ট্রাকশন ভাঙা না হলে পুলিশ এসে সেই কাজ করবে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘকাল ধরে বেআইনি জবরদখলকারীরা সরকারি জমি দখল করে ব্যবসা চালাচ্ছে। ফলে রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, জবরদখলকারী খাটালগুলি থেকে যে নোংরা এসে ড্রেনগুলিতে পড়ছে, তাতে পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। এসব রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরসভা এবং পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে, তাতে আমরা খুশি।

Latest article