সংবাদদাতা, রায়গঞ্জ : আবাস যোজনায় কাজ খতিয়ে সরেজমিনে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটা ব্লকেই চলছে সার্ভে। বুধবার রায়গঞ্জ ব্লকে পরিদর্শন করেন খোদ জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। উল্লেখ্য, ২১ অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা। এই সমীক্ষার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের বিবেচনা করে প্রয়োজনে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
আরও পড়ুন-দিল্লিতে কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে সরব হলেন গৌতম
সমীক্ষার সময় উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড দেখা হবে। এছাড়াও, ২০২৪ সালের বাংলা আবাস যোজনা ঘরের তালিকা যাচাই করা হবে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে অনেক পরিবার সরকারি ঘর পাওয়ার স্বপ্ন পুরণ হতে চলেছে। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে চলে এই কর্মসূচি। জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার, মহকুমা শাসক কিংশুক মাইতি-সহ অন্য আধিকারিকেরা এই সমীক্ষায় অংশ নেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে উল্লেখ করেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনা ঘরের টাকা প্রদান করা হবে উপভোক্তাদের। মহকুমাশাসক কিংশুক মাইতি জানান এদিন রায়গঞ্জ ব্লকের কমলাবাড়িতে সার্ভে করা হয়। উপভোক্তাদের কাগজ দেখেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা।