জরুরি অবস্থার জন্য এনবিএসটিসির ১৫ বাস, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাঙাপানির ঘটনাস্থলে প্রশাসনের কর্তারা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ (Kanchanjunga Express Accident)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত প্রায় ৪৫ জন। ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের তদারকি করেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অ্যাম্বুল্যান্স, উদ্ধাকারী দলও পৌঁছয়। কলকাতা এবং আশেপাশের যে-সমস্ত যাত্রী ওই ট্রেনে ছিলেন তাঁদের বাড়ি ফেরানোর জন্যও নেওয়া হয় ব্যবস্থা। গৌতম দেব বলেন, রেল দুর্ঘটনা একটি মর্মান্তিক ঘটনা (Kanchanjunga Express Accident)। এখনও পর্যন্ত প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৪৫ জন ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এ-ছাড়াও ফাঁসিদেওয়া স্বাস্থ্যকেন্দ্রে বেশ কিছু রোগীর চিকিৎসা চলছে। এনবিএসটিসির পার্থপ্রতিম রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৫টি বাস তখনই ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে ১০টি বাস যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়। বাকি পাঁচটি বাস ঘটনাস্থলে রাখা হয়েছে জরুরি পরিষেবার জন্য। দুর্ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো বিষয়টি মনিটরিং করছেন। তাঁর নির্দেশেই গৌতম দেব-সহ জেলাশাসক প্রীতি গোয়েল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের ব্যবস্থা করেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ ফাঁসিদেওয়া স্বাস্থ্যকেন্দ্রে আহতদের নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- এবার ঝাড়খণ্ডে পুলিশের গুলিতে নিহত ৪ মাওবাদী, গ্ৰেফতার আরও ২

Latest article