সুশৃঙ্খল মহরম, পুরস্কৃত করল প্রশাসন

বাংলাতেই যে একমাত্র সম্প্রীতির নজির দেখা যায় সে-বিষয়টি প্রমাণিত হল আরও একবার।

Must read

সংবাদদাতা, হুগলি: বাংলাতেই যে একমাত্র সম্প্রীতির নজির দেখা যায় সে-বিষয়টি প্রমাণিত হল আরও একবার। কোনওরকম হিংসা-বিদ্বেষ নয় বরং মহরমে সুশৃঙ্খলভাবে তাজিয়া নিয়ে শোভাযাত্রা করায় পুরস্কৃত করা হল চাঁপদানির মহরম কমিটিগুলোকে।
মঙ্গলবার চাঁপদানি পুরসভার হলে কমিটিগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এখানে রামনবমীর শোভাযাত্রা যেমন হয় তেমনি মহররমের তাজিয়াও বেরোয়। আগে থেকেই বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় ক্লাব, কমিটি, কাউন্সিলরদের নিয়ে মিটিং করেন পুলিশ কমিশনার। সেখানেই মহরমের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে করতে পারলে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছিল। সেই মতোই এদিন পুরস্কৃত করা হয়। পুলিশ কমিশনার বলেন, চাঁপদানিতে মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে। মহরমের শোভাযাত্রা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মহিলা, শিশুরা দেখেছে। এটাই তো চাই।

আরও পড়ুন-বৃষ্টির ঘাটতি উত্তরে, দক্ষিণে ৩৪% উদ্বৃত্ত

রাস্তা খারাপ ছিল, রাত জেগে কাউন্সিলররা সেই রাস্তা সারাতে সাহায্য করেছেন। চাঁপদানি পুরসভার চেয়ারম্যান বলেন, মহরমের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমাকে রাধাকৃষ্ণের ছবি উপহার দেওয়া হয়। আমিও সুযোগ পেলে কোরান শরিফ উপহার দেব। চাঁপদানির সম্প্রীতির পরম্পরা বজায় রাখতে হবে।

Latest article