সংবাদদাতা, ঘাটাল : শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ব্রিজ নির্মাণের জন্য সেচ দফতরের জায়গার উপর গড়ে ওঠা দোকানঘর ও বসতবাড়ি ভাঙার কাজ শুরু করল সেচ দফতর। দীর্ঘদিন ধরে চন্দ্রেশ্বর খালের উপর পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের তেঁতুলতলা এলাকার কংক্রিটের ব্রিজটি বেহাল হয়ে আছে। ভুঁইয়াড়া তেঁতুলতলার এই ব্রিজটির সংস্কার অত্যন্ত প্রয়োজন। এই চন্দ্রেশ্বর খালের এক প্রান্তে রয়েছে বেনাই গ্রাম পঞ্চায়েত। অপর প্রান্তে খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত। অবশেষে প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে সেচ দফতরের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে নতুন ব্রিজ এবং খাল সংস্কারের কাজ। কাজ শুরুর আগেই খালপাড়ে সেচ দফতরের জায়গায় গড়ে ওঠা অসংখ্য বসতবাড়ি ও দোকানঘর ভাঙার কাজ শুরু করা হল। যদিও বাড়ি ও দোকানঘর ভাঙায় এলাকার মানুষের সমর্থন রয়েছে বলেই জানা গিয়েছে। এ-বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্য আশিস হুদাইত বলেন, মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। এই কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যেই পড়ছে। কাজ শুরু হওয়ার ফলে এলাকার মানুষ খুব খুশি।
আরও পড়ুন-দোষীদের রেয়াত নয়! মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন রাজ্যের