চিকনগুনিয়ায় আক্রান্ত ২৪ মোকাবিলায় প্রশাসন

গ্রামের বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। দুই তিন দিন জ্বর থাকার পর আক্রান্তরা সুস্থ হয়ে উঠলেও,গায়ে-হাতে ব্যথা হচ্ছিল।

Must read

সংবাদদাতা, মালদহ: অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল মালদহের হবিবপুরের কলাইবাড়ি গ্রামে। ৫০ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছিল বাইরে।রক্ত পরীক্ষায় ধরা পড়ল চিকনগুনিয়া রোগ। বর্তমানে হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামের মোট ২৪ জনের দেহে মিলল চিকনগুনিয়া রোগের ভাইরাস। প্রসঙ্গত উল্লেখ্য, মালদহের হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় গত মাস তিনেক ধরে অজানা জ্বর নিয়ে আতঙ্ক বেড়েই চলেছিল।

আরও পড়ুন-এক দেশে এক ভোট, ওয়াকফ ঘরে বাইরে চাপে মোদি, শীতকালীন অধিবেশনে সংসদে ঝড় তুলবে তৃণমূল-সহ বিরোধীরা

গ্রামের বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। দুই তিন দিন জ্বর থাকার পর আক্রান্তরা সুস্থ হয়ে উঠলেও,গায়ে-হাতে ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে হাঁটা-চলা, ওঠা-বসায় সমস্যা হচ্ছিল। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছিল মালদহ জেলা স্বাস্থ্য দফতর। তাই জ্বরের ধরন জানতে ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে বাইরে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তাতেই কলাইবাড়ি এলাকার মোট ২৪ জনের দেহে মিলেছে চিকনগুনিয়ে রোগের ভাইরাস।এবিষয়ে মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি জানান,কলাইবাড়ি গ্রামের মোট ২৪ জনের দেহে চিকনগুনিয়া রোগের ভাইরাস মিলেছে। ডেঙ্গির জীবাণুবাহী এডিস মশা থেকেই ছড়িয়েছে। সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Latest article