মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

ওইদিন দুপুর দুটোর সময় নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Must read

সংবাদদাতা, তমলুক : চলতি মাসে পূর্ব মেদিনীপুর জেলাসফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর তাঁর সফরসূচি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন। ওইদিন দুপুর দুটোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পর্যালোচনা বৈঠক হবে। এছাড়াও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। তার জন্য দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-পর্যটকদের জন্য দিঘা থেকে সরছে বেআইনি হকার

এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন জেলাশাসক। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দিঘার জগন্নাথমন্দির নির্মাণের বিষয়েও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। কাজ কতদূর এগিয়েছে, সে নিয়ে নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকরা জায়গাটা ঘুরে দেখেছেন। সবকিছু ঠিক থাকলে এই মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘১৪ তারিখ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন-আগামী ৩৬ ঘন্টায় শক্তি বাড়াতে চলেছে নিম্নচাপ, জানিয়ে দিল হাওয়া অফিস

ওইদিন দুপুর দুটোর সময় নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আমরা প্রশাসনিকভাবে তার প্রস্তুতি শুরু করেছি।’ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার খবরে রীতিমতো উদ্দীপ্ত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। প্রতিবার পূর্ব মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী পর্যটনকেন্দ্র দিঘায় যান। এবার তার ব্যতিক্রম হবে কিনা সেই বিষয়টি এখনই প্রশাসনিক কর্তারা স্পষ্টভাবে জানাননি।

Latest article