পুরসভার গৌরব ফেরাতে তৎপর প্রশাসক

কৃষ্ণনগর পুরসভার দায়িত্ব নিয়ে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে তৎপর হলেন নবনিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর শারদ্যুতি চৌধুরি।

Must read

অর্ক দাস, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভার দায়িত্ব নিয়ে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে তৎপর হলেন নবনিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর শারদ্যুতি চৌধুরি। তিনি বর্তমানে নদিয়ার সদর মহকুমা শাসক। কৃষ্ণনগর পুরবোর্ডে জঞ্জাল সাফ-সহ নানা কাজ ব্যাহত হচ্ছিল। সুষ্ঠুভাবে এবং প্রতিনিয়ত যাতে ময়লা ঠিকমতো সাফ করা হয় সে বিষয়ে নজর দিয়েছেন তিনি।

আরও পড়ুন-ট্রাম্পের নৈশভোজে হাজির রোনাল্ডোও

প্রতিটি ওয়ার্ডে এলাকার জঞ্জাল পরিষ্কারের বার্তা গিয়ে ফেক্স টাঙানোর ব্যবস্থা করেছেন এবং সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে জঞ্জাল সংক্রান্ত সমস্যার জন্য নাগরিকরা যাতে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। শারদ্যুতি চৌধুরি জানান, জঞ্জাল পরিষ্কার বিষয়টি ছাড়াও কৃষ্ণনগর পুরসভার কিছু সমস্যায় বিল্ডিং প্ল্যান পাশের ৪৫০টির বেশি আবেদন পড়ে। খতিয়ে দেখে এখন ১০০টি নতুন বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছি। এক মাসের মধ্যে সব আবেদনকারীর বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হবে। শহরবাসীর মতে, বহুদিন পর পুরসভায় এমন দক্ষ প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। তাঁরা আশাবাদী, অচিরেই শহর তার পুরনো গৌরব ফিরে পাবে।

Latest article