প্রতিবেদন : প্রশংসনীয় উদ্যোগ রাজ্যের। খুদে পড়ুয়াদের জন্য সুখবর। মিড-ডে মিলের মেনুতে এবার যোগ হচ্ছে মুরগির মাংস। সরকারি স্কুলের মিড-ডে মিলে ডাল, ভাত, তরকারির সঙ্গে এবার থেকে দেওয়া হবে মুরগির মাংসও। থাকছে ডিম এবং মরশুমি ফলও। প্রায় চারমাস এই অতিরিক্ত খাবার পাবেন পড়ুয়ারা। এর জন্য মাথাপিছু অতিরিক্ত ২০ টাকা বরাদ্দ করেছে নবান্ন। স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পিএম পোষণ প্রকল্প’-এর আওতায় পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকার অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে। পড়ুয়াদের খাদ্যতালিকায় ডিম, মুরগির মাংস এবং মরসুমি ফল রাখার জন্য ওই টাকা দেওয়া হচ্ছে বলেও লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে। যা পড়ুয়াদের বাড়তি পুষ্টি দিতে সাহায্য করবে বলে মনে করছে শিক্ষা দফতর। সে কারণেই এই উদ্যোগ বলেও লেখা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল এই ৪ মাস অর্থাৎ ১৬ সপ্তাহের জন্য এই বাড়তি খাবার দেওয়া হবে পড়ুয়াদের।
আরও পড়ুন-১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে নবান্ন। ইতিমধ্যে মিড–ডে মিল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সরকারের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগামী ৪ মাস— মিড–ডে মিলে সপ্তাহে তিনদিন মিলবে চিকেন। এর সঙ্গে দেওয়া হবে সেদ্ধ ডিম এবং মরসুমি ফল। প্রসঙ্গত রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে মিড–ডে মিল দেওয়া হয়। রাজ্যের এই উদ্যোগে শুধুমাত্র পড়ুয়াদের পুষ্টিই নিশ্চিত হবে না, আকর্ষণও বৃদ্ধি হবে স্কুল শিক্ষাক্ষেত্রের।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…