সুপ্রিম নির্দেশে ফের মেডিক্যালে ভর্তি শুরু

চার মাস স্থগিত থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিক্যালে কাউন্সেলিং সহ ভর্তি পুনরায় শুরু হতে চলেছে।

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : চার মাস স্থগিত থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিক্যালে কাউন্সেলিং সহ ভর্তি পুনরায় শুরু হতে চলেছে। শুক্রবার সুপ্রিম কোর্ট চলতি বছরের জন্য ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) এর জন্য ২৭ শতাংশ সংরক্ষণ এবং ইডব্লুএস (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি) এর জন্য ১০ শতাংশ সংরক্ষণ সহ মেডিক্যালে ভর্তি পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির ৮ লক্ষ টাকা বার্ষিক আয়ের মানদণ্ডও এই বছরের জন্য অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ৪৫ হাজারের বেশি জুনিয়র ডাক্তার তৈরি হবে, যা দেশে কোভিড সংক্রমণ-এর তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার সময় খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-গোয়ায় বিজেপির বুথকর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় ভারতে দুই লক্ষের বেশি করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে। নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ বলেছে, আমরা দুই দিন ধরে এই বিষয়ে শুনানি করছি, আমাদের অবশ্যই জাতীয় স্বার্থে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। বেঞ্চ বলেছে যে ভবিষ্যতে ভর্তির জন্য ৮ লক্ষ টাকা বার্ষিক আয়ের মানদণ্ডের বৈধতার একটি বিশদ শুনানি হবে। দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে চূড়ান্ত রায়দানের জন্য সেই শুনানি চলবে। আগামী ৫ মার্চ শুনানির জন্য মামলা তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন-ফিরছে ধূসর নেকড়ে, আর বাদামি হায়না

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি- স্নাতকোত্তর) হল ১০০টিরও বেশি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মেডিক্যাল ছাত্রদের একটি যোগ্যতানির্ধারক এবং র্যা ঙ্কিং পরীক্ষা। গত অক্টোবরে এই পরীক্ষা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওবিসি এবং ইডব্লুএস ছাত্রদের জন্য যথাক্রমে ২৭ শতাংশ এবং ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা নিয়ে কেন্দ্রীয় সরকারের ২৯ জুলাইয়ের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয় শীর্ষ আদালতে। পিটিশন দায়ের করার পর সেই প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে শুনানিতে উভয়পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শোনেন দুই বিচারপতি। ইডব্লুএস কোটা ইস্যু নিয়ে বিরোধ মেডিক্যালে ভর্তির উপর এতটাই প্রভাব ফেলেছিল যে জাতীয় রাজধানীতে জুনিয়র ডাক্তাররা পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে ১৪ দিনের প্রতিবাদ শুরু করেছিলেন। আপাতত শীর্ষ আদালত জরুরি ভিত্তিতে ভর্তির নির্দেশ দিল।

Latest article