২০০৯-এর ওবিসি সংরক্ষণ মেনেই ভর্তি, জানাল হাইকোর্ট

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে ওবিসি মামলা এখনও ঝুলে রয়েছে। ফলে কলেজগুলোতে ভর্তির বিষয়টিও আটকে আছে। এরমধ্যে এই মামলায় হাইকোর্ট তার নতুন পর্যবেক্ষণ জানিয়েছে। আদালত জানিয়েছে, একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ২০১০ সালের পরে ওবিসি শ্রেণিবদ্ধকরণের প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ফলে, ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তবে, ২০১০ সালের আগে যারা ওবিসি তালিকায় ছিলেন, তাঁদের সার্টিফিকেট বৈধ থাকবে। এই সময়ের মধ্যে জারি-করা প্রায় পাঁচ লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট চাকরি বা শিক্ষায় সংরক্ষণের জন্য ব্যবহার করা যাবে না। তবে এর আগে যারা ওবিসি সংরক্ষণের মাধ্যমে চাকরি বা শিক্ষায় সুযোগ পেয়েছেন, তাঁদের স্থান অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে এদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দের নির্দেশ, ২০০৯-এর তালিকা ও সংরক্ষণবিধি মেনে ৪০ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত ৪৫, জারি সতর্কতা

Latest article