মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে? জানাল পর্ষদ

Must read

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) দেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি। জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। বুধবার পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড দেওয়া হবে। কার্ডে (Admit Card), কোনও ভুল পাওয়া গেলে স্কুল গুলিকে ৬ ফেব্রুয়ারির মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়েছে। উপযুক্ত নথি দেখে ভ্রম সংশোধন করে দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী রাইটারের সুবিধা না নিলে পৃথক আনসার বুকলেট পাবে। রুল টানা এই বিশেষ বুকলেট অ্যাডমিট কার্ডের সঙ্গে বিতরণ করা হবে।

আরও পড়ুন- বামেদের পাপের বোঝা বইতে হচ্ছে, বাঘাযতীনের ঘটনায় ক্ষোভ মেয়রের

এদিকে, নবম শ্রেণির পড়ুয়াদের জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানোর কথাও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। ১৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Latest article