বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে (Tirupati) বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের সময় বিশৃঙ্খলা। ভক্তদের ভিড়ের চাপে একপ্রকার পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন জখম হয়েছে। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষী এবং উপস্থিত ভক্তরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
আরও পড়ুন-জলপাইগুড়ি থেকে চিকিৎসা করাতে ডায়মন্ড হারবারে, ১ লক্ষ পার সেবাশ্রয়, আপ্লুত অভিষেক
সূত্রের খবর, তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তাই ৮ জানুয়ারির (বুধবার) সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। তিরুপতি মন্দির কর্তৃপক্ষ গাফিলতি রয়েছে সেই কথা কার্যত মেনে নিয়েছে। ভিড় সামলাতে একপ্রকার ব্যর্থ হয়েছে তাঁরা। আনুমানিক ৪ হাজার লোকের ভিড় ছিল এদিন সেখানে। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেক মানুষ। এর ফলেই ৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই মহিলাকে ভিড় থেকে বের করে আনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মন্দির তরফে খবর, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মল্লিকা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গেট খুলতে বাকিরা তাড়াহুড়ো করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। আচমকা গেট খুলে দেওয়ায় ভিড়ের চাপ বাড়ে এবং এর ফলে দুর্ঘটনা।