সংবাদদাতা, হুগলি : শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর এই মাসে শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা থেকে জল তুলে ঢালার উদ্দেশে পাড়ি দেন। তাই জোরদার নজরদারি চলে। শ্রাবণী মেলায় তারকেশ্বর-হাওড়া শাখায় ছয় জোড়া নতুন ট্রেন।
আরও পড়ুন-স্মৃতিবিজড়িত ত্রিনিদাদে পা রাখল ভারতীয় দল
হিন্দি পঞ্জিকা মতে, ৩ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। ১৭ জুলাই সেই অনুসারে ২য় সোমবার। বাঙালিরা শ্রাবণ মাস পড়লেই শৈবতীর্থে যান। সেই মতো বঙ্গে ১৮ জুলাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ। আর শ্রাবণ মানেই তারকেশ্বরে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ ভক্ত ট্রেনে-বাসে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালেন। তীর্থযাত্রীদের সহায়তায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল। অতিরিক্ত টিকিটের ১২টি কাউন্টার এবং ৪টি এটিভিএম চালু করা হয়েছে। পূর্ব রেল হাওড়া বিভাগ অতিরিক্ত ছ’জোড়া ইএমইউ স্পেশাল চালাবে। ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ০৪:০৫ এবং বেলা ১২.৫০-এ ছেড়ে যাবে এবং তারকেশ্বর থেকে স্পেশাল ট্রেন ছাড়বে বেলা ১০.৫৫টা এবং রাত্রি ৯.১৭টায়।