অত্যাধুনিক মিসাইল

সে কারণেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অত্যাধুনিক করে তোলার সেই লক্ষ্যেই এস-৪০০ মিসাইল বসানোর সিদ্ধান্ত।

Must read

ভারত-চিন সীমান্তে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এবার শক্তিশালী এস-৪০০ স্কোয়াড্রন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে চলেছে ভারত। রাশিয়ার কাছ থেকে কেনা এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ভারতীয় বাহিনীর শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি একাধিকবার নো ফ্লাইং জোনের মধ্যে ঢুকে পড়েছে চিনের যুদ্ধবিমান। এমনকী, সীমান্ত এলাকায় লালফৌজ ড্রোন উড়িয়েও ভারতকে চাপে রাখার চেষ্টা চালিয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিনের আর্জি খারিজ, লখিমপুর খেরি মামলা

সে কারণেই এস-৪০০ মিসাইল ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এস-৪০০ মিসাইল ব্যবস্থা মোতায়েন করা হলে ভারতও চিনের সমকক্ষ হয়ে উঠবে। সম্প্রতি চিনের আগ্রাসন অনেক বেড়েছে। সে কারণেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অত্যাধুনিক করে তোলার সেই লক্ষ্যেই এস-৪০০ মিসাইল বসানোর সিদ্ধান্ত।

Latest article