প্রতিকূলতাই শক্তি, আত্মবিশ্বাসী অস্কার

ডেম্পোর কাছে আটকে যাওয়ার পর ভুল শুধরে মর্যাদার ডার্বির আগে জয়ের ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। বিপিন সিংও গোলে ফিরেছে।

Must read

প্রতিবেদন : ডেম্পোর কাছে আটকে যাওয়ার পর ভুল শুধরে মর্যাদার ডার্বির আগে জয়ের ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। বিপিন সিংও গোলে ফিরেছে। ডার্বির আগে মোহনবাগানের থেকে গোল পার্থক্যে এগিয়ে থেকে সুপার কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে দুই প্রধানেরই পয়েন্ট ৪। গোল পার্থক্য ইস্টবেঙ্গলের ৪ এবং মোহনবাগানের ২। তাই শুক্রবারের বড় ম্যাচ ড্র করলেই অস্কার ব্রুজোর দল সুপার কাপের শেষ চারের ছাড়পত্র আদায় করে নেবে। ছিটকে যাবে মোহনবাগান।

আরও পড়ুন-জবিদের সামনে লাজং-কাঁটা

ফাতোরদায় প্রথমবার ডার্বি খেলবে ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগান গ্রুপ পর্বে দুটো ম্যাচ ইতিমধ্যেই এই মাঠে খেলে ফেলেছে। তাই ফাতোরদার মাঠ ও পরিবেশ সম্পর্কে সুবিধাজনক অবস্থায় থেকে চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে জোসে ফ্রান্সিসকো মোলিনার দল। চেন্নাইয়িন ম্যাচ দাপটে জিতে উঠে অস্কার বলেছেন, সূচি এবং ভেনু নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। সবাই সব কিছু দেখছে, জানে। অনুশীলন মাঠ নিয়েও আমাদের কম ঝক্কি পোহাতে হয়নি। এখানে আসার পর থেকে সব কিছুই আমাদের বিরুদ্ধে গিয়েছে। তবে আমরা সব কিছু ভুলে শুক্রবারের ডার্বি নিয়ে ভাবছি। এই প্রতিকূলতাকেই আমরা মোটিভেশন হিসেবে নিচ্ছি। মানসিকভাবে আমাদের ছেলেরা ডার্বির আগে উজ্জীবিত। মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে।
হামিদ গোল না পেলেও তাঁর পাশে ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলছেন, হামিদ চেন্নাইয়িন ম্যাচে গোল না পেলেও গোলের কাছে পৌঁছেছে। গোল না পেলেও নিজের কাজটা ও করেছে। ডার্বির আগে চাপ নিতে চাই না। চাপ নিলে খেলায় প্রভাব পড়বে।

Latest article