লক্ষ্যে স্থির হতে হবে। অঙ্কিতা আগরওয়াল (দ্বিতীয়) দু’ নৌকোয় পা দিলে চলবে না। সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্যকে হাতের মুঠোয় আনতে হলে লক্ষ্যে স্থির থাকতে হবে। শুধুমাত্র বইতে মুখ গুঁজে পড়ে থেকে লাভ নেই, প্রস্তুতি নিতে হবে স্ট্র্যাটেজি মেনে।
আরও পড়ুন-রেলের উচ্ছেদ রুখলেন তৃণমূল বিধায়ক
আড্ডা দিতে হবে, ইচ্ছে হলে সিনেমাও দেখতে হবে,কিন্তু বিন্দুমাত্র ফাঁকি দেওয়া চলবে না পরীক্ষার প্রস্তুতিতে। বিশেষভাবে মনে রাখা দরকার, একাগ্রতার পথের কাঁটা কিন্তু সোশ্যাল মিডিয়া। তাই প্রস্তুতিপর্বে এর থেকে দূরে থাকাই ভাল।