অ্যারো ইন্ডিয়া ২০২৩

মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিরক্ষামন্ত্রক।

Must read

বেঙ্গালুরুতে চলছে এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া ২০২৩। সোমবার থেকে শুরু হয়েছে ১৪তম অ্যারো ইন্ডিয়া শো। বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অ্যারো ইন্ডিয়ার এই প্রদর্শনীতে অংশ নিয়েছে ৯৮টি দেশ। এদিন সকাল থেকেই আকাশজুড়ে চক্কর কাটছে বোমারু বিমান থেকে ঘাতক ড্রোন। উড়ছে, তেজস, রাফাল।

আরও পড়ুন-সৌরভের স্মৃতিতে ফিরে এল ইডেন

বায়ুসেনার কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, ভবিষ্যতে দেশ কী ধরনের অস্ত্র পাবে তারই এক ঝলক দেখা গেল এই শো-তে। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিরক্ষামন্ত্রক। এই প্রদর্শনীমূলক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে ২৫১টি মউ স্বাক্ষরিত হতে পারে। প্রায় ৭৫ হাজার কোটি টাকার চুক্তি হতে পারে। উন্নত বিশ্বের বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি করে দেশেই আধুনিক যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ নির্মাণ করা সরকারের লক্ষ্য।

Latest article