প্রতিবেদন : বদলার ডার্বি জিতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তিন দিনের বিশ্রাম কাটিয়ে ফের মাঠে ফিরছে মোহনবাগান। সামনে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা। বৃহস্পতিবার থেকে তারই প্রস্তুতি শুরু করে দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। কোচ জুয়ান ফেরান্দো ডুরান্ড ফাইনালের পর ফুটবলারদের ছুটি দিয়েছিলেন। অনেকেই শহরের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ডার্বি জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোসের মতো কেউ কেউ ভিন রাজ্যেও যান। তাঁরা বুধবার রাতের মধ্যেই শহরে ফিরে এসেছেন। একমাত্র আর্মান্দো সাদিকু জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরেছেন। তিনি কয়েকদিন পর শহরে ফিরবেন।
আরও পড়ুন-‘জেলায় তৈরি করব সাহিত্যচর্চা কেন্দ্র’ ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি
বৃহস্পতিবার ক্লাব মাঠে অনুশীলন শুরু। তার আগে ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্লাব মাঠে পতাকা উত্তোলনে হাজির থাকবেন কোচ-ফুটবলাররা। কলকাতা লিগে রবিবার ফের নামছে মোহনবাগান। কিংস কাপে জাতীয় দলের হয়ে সাত ফুটবলার চলে গেলেও কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা, অভিষেক রাজবংশীরা রয়েছেন। তাই তাঁদের নিয়েই লিগে বাকি তিন ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করতে চায় মোহনবাগান। গ্রুপ ‘এ’-তে ৯ ম্যাচে ২০ পয়েন্ট সবুজ-মেরুনের।