বিদ্বেষ ছড়ানো নিয়ে হলফনামা, দিল্লি পুলিশকে তোপ দাগল সুপ্রিম কোর্ট

Must read

নয়াদিল্লি : দিল্লি পুলিশের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আর তাতে প্রবল বিপাকে পড়ে ঘৃণাভাষণ নিয়ে নিজেদেরই জমা দেওয়া হলফনামা ফের খতিয়ে দেখতে বাধ্য হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ।

শুক্রবার এক মামলার সূত্রে সুপ্রিম কোর্টের (Supreme Court) তীব্র ভর্ৎসনার মুখে হলফনামা খতিয়ে দেখার কথা বলে মুখ বাঁচিয়েছে অমিত শাহের হাতে থাকা পুলিশ। গত ডিসেম্বরে হিন্দু যুবা বাহিনীর উদ্যোগে আয়োজিত ধর্ম সংসদে ঘৃণাভাষণ নিয়ে মামলায় সুপ্রিম কোর্টে প্রথম যে হলফনামা পেশ করেছিল দিল্লি পুলিশ, তাতে অভিযোগ অস্বীকার করা হয়েছিল। বলা হয়েছিল, বিদ্বেষপূর্ণ বা উসকানিমূলক কোনও মন্তব্যই ধর্ম সংসদে করা হয়নি। এই হলফনামা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বিচারপতি এ এম খানউইলকর এবং অভয় এস ওকা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন।

আরও পড়ুন – আইএসের সিরিয়াল বোমা, আফগানিস্তানে নিহত ৩১

বেগতিক বুঝে দুই বিচারপতির বেঞ্চকে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ জানান, বিষয়টি খতিয়ে দেখে ফের নতুন হলফনামা জমা দেওয়া হবে। কারণ, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা এই প্রশ্ন তুলেছিলেন যে, আদৌ কোনও তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই হলফনামা তৈরি হয়েছে নাকি কেউ নিজের মনগড়া কথা লিখে দিয়েছেন? বিচারপতি খানউইলকর জানতে চান, এই হলফনামা কি দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার তৈরি করেছেন? উনি কি তদন্ত রিপোর্ট দেখেছেন, না কি নিজের মনের কথা লিখেছেন? বস্তুত বিচারপতিদের এমন মেজাজ দেখে সরকার পক্ষ জানাতে বাধ্য হয়, দিল্লি পুলিশ নতুন করে হলফনামা জমা দেবে। বস্তুত সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে প্রকৃত ঘটনা আড়াল করতে গিয়ে শীর্ষ আদালতের ধমক খেল বিজেপির পুলিশ।

Latest article