প্রতিবেদন : সুপ্রিম কোর্টে (Supreme court) পৃথকভাবে নিজেদের তরফে হলফনামা জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদ জানায়, এসএসসির সুপারিশ মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। কোনও দুর্নীতির জায়গাই নেই। সেইসঙ্গে নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কত জনকে নিয়োগ করা হয়েছে তার তথ্যও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন-এই প্রথম রেড রোডের প্যারেডে অংশ নেবেন মহিলা চা-শ্রমিকরা
পর্ষদ জানিয়েছে, নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ যোগদান না করলে সেই শূন্যস্থানে বোর্ড অন্য পরীক্ষার্থীকে সুযোগ দিয়েছে। কোনও অতিরিক্ত নিয়োগ হয়নি। অপরদিকে এসএসসি তাদের হলফনামায় উল্লেখ করেছে, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি ও গ্রুপ-ডি— চারটি বিভাগে মোট ১২১২ জন নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে। ওই ১,২১২ জনের তথ্য তারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেয়েছে। মামলার শুনানি ৬ অগাষ্ট।