চাপে পড়ে হলফনামা

৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, এই ভোটার তালিকা প্রকাশের পর কার্যত ঘরে-বাইরে চাপের মুখে নির্বাচন কমিশন।

Must read

প্রতিবেদন : ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, এই ভোটার তালিকা প্রকাশের পর কার্যত ঘরে-বাইরে চাপের মুখে নির্বাচন কমিশন। কোনও পথ না পেয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme court) গুরুত্বপূর্ণ হলফনামা কমিশনের। যেখানে জানানো হল, বিনা নোটিশে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এমনকী তালিকা থেকে বাদ পড়ার আগে সেই ভোটার নিজের স্বপক্ষে সবরকম নথি পেশের সুযোগও পাবেন।

আরও পড়ুন-কোর্টের রক্ষাকবচেই বেপরোয়া গদ্দার

কমিশনের ভোট চুরি ধরা পড়ে গিয়েছে বুঝেই এই হলফনামা, দাবি বাংলার শাসকদল তৃণমূলের। ১ অগাস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে চাপের মুখে নির্বাচন কমিশন। প্রতিদিন সেই খসড়া তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ নেই, সেই তথ্য তুলে ধরে নিজেদের কলঙ্কমুক্ত বলে দাবি করার চেষ্টা করলেও আসলে যে বিজেপির সঙ্গে মিলে কমিশনের যাবতীয় কুকীর্তি প্রকাশ্যে যে এসে গিয়েছে, তা বুঝেই নিজে থেকে সুপ্রিম কোর্টে শনিবার হলফনামা পেশ করে কমিশন।

Latest article