তালিবান সরকারের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে হওয়া শতাধিক আফগান (Afganistan) মহিলার কোনও খোঁজ মিলছে না বলে জানাল সংবাদ সংস্থা বিবিসি। তালিবান সরকার দাবি করেছে, তারা কোনও মহিলাকে আটকে রাখেনি। প্রশ্ন উঠছে, তাহলে এই মহিলারা গেলেন কোথায়? এই মহিলাদের বিষয়ে তদন্ত চালিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, প্রতিবাদী মহিলাদের কণ্ঠ চিরকালের মতো বন্ধ করে দিতে তাঁদের খুন করে দেহ গুম করা হয়েছে। শুধু মহিলা নয়, যে সমস্ত (Afganistan) সাংবাদিক তালিবান শাসকের বিরুদ্ধে কলম ধরেছিলেন তাঁদেরও খুন করে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। অর্থাৎ তালিবান সরকারের বিরুদ্ধে কোনওরকম সমালোচনা মেনে নিতে রাজি নয় এই জঙ্গিগোষ্ঠী। ক্ষমতা দখলের পর তালিবানরা নিজেদের বদলে যাওয়ার কথা শোনালেও তা যে একেবারেই ভিত্তিহীন বিবিসির রিপোর্টে সেটাই স্পষ্ট হয়েছে।