মহিলারা বিউটি পার্লারে যেতে পারবেন না। এমনটাই জানিয়েছে আফগানিস্তানের (Afghanistan- beauty parlour ban) তালিবান জঙ্গিগোষ্ঠী। কিন্তু কী কারণ? তালিবান সরকার (Taliban Government) ফরমান জারি করে জানিয়েছে, মহিলারা বিউটি পার্লারে বেহিসেবী খরচ করে। এই কারণে এখনই পার্লার বন্ধ করতে হবে বলে ফরমান জারি করা হয়েছে। তবে এবার আর মুখ বন্ধ করে তালিবানি ফরমান মানতে রাজি নয় আফগান মহিলারা। বুধবার পথে নেমে প্রতিবাদ করছেন মহিলারা।
আরও পড়ুন-রাশিয়ার ভয়াবহ হামলা কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে, তীব্র নিন্দা জার্মানি-ফ্রান্সের
আগেই উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় মহিলাদের চাকরি, জিমে যাওয়া, একাকী পার্কে বেড়াতে যাওয়ার মতো একধিক কাজকর্মের ওপর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তানের তালিবান সরকার। এবার মহিলাদের বিউটি পার্লারে (Afghanistan- beauty parlour ban) যাওয়ার উপরেও চাপল নিষেধাজ্ঞা। এর ফলে কাজ হারাচ্ছেন প্রায় ৬০ হাজারের বেশি মহিলা। পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে কাবুলের বুচার স্ট্রিটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে প্রায় ৫০জন মহিলা। ব্যানারে লেখা রয়েছে, “আমাদের রুজি-রুটি ছিনিয়ে নিও না।”
আন্দোলনকারীদেরই কয়েকজন সামাজিক মাধ্যমে কিছু ছবি, ভিডিয়ো পোস্ট করেছে। দেখা যাচ্ছে, আন্দোলনকারী মহিলাদের থামাতে তালিবানি পুলিশ শূন্যে গুলিও চালিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালিবান প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।