স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ভারতের আফগান দূতাবাস (Afghan Embassy in Delhi)। আফগান দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “ভারত সরকারের অসহযোগিতার কারণে ২৩ নভেম্বর থেকে বন্ধ করা হল দিল্লির আফগান দূতাবাস। গত ৩০ সেপ্টেম্বর থেকে দূতাবাসের সমস্ত কাজ বন্ধ করা হয়েছিল। গত দু’বছরে ভারতে আফগানদের সংখ্যা কমে গিয়েছে। ভিসা দেওয়ার সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে।“ তবে বিদেশ মন্ত্রকের তরফে ‘অসহযোগিতার’ অভিযোগ খারিজ করা হয়েছে।
আরও পড়ুন-রাজ্যপাল কোনও বিলই দিনের পর দিন আটকে রাখতে পারেন না, সাফ জানাল সুপ্রিম কোর্ট
অনেকেই মনে করছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে দূতাবাস (Afghan Embassy in Delhi)। তবে আসলে তা নয়। এমনটাই উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও নানান সমস্যার মধ্যেঅ কাজ করেছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন।