শারজা, ৩০ অগাস্ট : এশিয়া কাপ অভিযানের শুরুতেই আফগানিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ। শাকিব আল হাসানের দলকে ৭ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দুই আফগান স্পিনার মুজিব উর রহমান (৩ উইকেট) এবং রশিদ খানের (৩ উইকেট) বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন-ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর এখন দেশি অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই
মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশকে বড় লজ্জার হাত থেকে বাঁচান মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক হোসেন। দু’জনের ষষ্ঠ উইকেট জুটিতে ওঠে ৩৬ রান। মাহমুদুল্লাহ (২৫) এবং মোসাদ্দেকের (অপরাজিত ৪৮) ব্যাটে ভর করেই লড়াই করার মতো স্কোরে পৌঁছয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে তারা। জবাবে ৯ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় পায় আফগানিস্তান। ব্যাট হাতে ইব্রাহিম এবং নাজিবুল্লাহ আফগানিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।