ভারতের দেখানো পথে এবার হাঁটছে আফগানিস্তানও (Afghanistan Kunar River)। তালিবান সাফ জানিয়েছে, যত দ্রুত সম্ভব কুনার নদীর (Afghanistan Kunar River) উপরে বাঁধ তৈরি করা হবে। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদী থেকে আর জল পাবে শরিফের দেশের বাসিন্দারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল। জানিয়ে দিয়েছিল, রক্ত ও জল একই সঙ্গে বইতে পারে না। এবার আফগানিস্তানের এই একই সিদ্ধান্তে চিন্তায় পড়েছে পাকিস্তান।
এই মুহূর্তে আফগানিস্তান পাকিস্তান সংঘাত জটিল আকার ধারণ করেছে। যদিও যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। কয়েকদিন আগেই সীমান্ত সংঘর্ষে দু’দেশেরই শতাধিক নাগরিক প্রাণ হারিয়েছে। এরই মধ্যে পাকিস্তানকে ‘জলে মারা’র সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান থেকে পাকিস্তানের যে নদীগুলোতে জল যায় তার ওপর দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন তালিবান সুপ্রিম লিডার মাওলানা হিবতুল্লা আখুন্দজাদা। জানানো হয়েছে নিজেদের দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-অন্ধ্রে বাইকের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন! মৃত ২০
পাকিস্তানের অন্যতম দীর্ঘ নদী গুলির মধ্যে কুনার একটি। আফগানিস্তানের হিন্দুকুশ উত্তর-পূর্বের পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে কুনার ও নানগরহার প্রদেশ পেরিয়ে নদীটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে। জালাল আবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিশে পাকিস্তানে প্রবেশ করে এই নদী চিতরাল নদী নামে পরিচিত হয়েছে। এই নদী পাকিস্তানের কৃষি, পানীয় ও সেচব্যবস্থার মূল ভরসা। ফলে এই নদীর উপর বাঁধ নির্মাণ হলে পাকিস্তানে জলের ঘাটতি দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের সঙ্গে পাকিস্তানের যেমন জলবন্টন চুক্তি করা আছে আফগানিস্তানের সঙ্গে তেমন কোন চুক্তি স্বাক্ষর নেই। ফলে নিজেদের অধিকারও দেখাতে পারবে না পাকিস্তান।

