রিচার্ডসের মাঠে আফ্রিকান সাফারি

তবে কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের সামনে তাঁর নামাঙ্কিত স্টেডিয়াম থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ক্যারিবিয়ান দলকে।

Must read

অ্যান্টিগা, ২৪ জুন : টি-২০ বিশ্বকাপ থেকে আমেরিকার পর ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজও। দুই আয়োজক দেশের মধ্যে প্রথমে আমেরিকা হেরেছিল ইংল্যান্ডের কাছে। তারপর ওয়েস্ট ইন্ডিজকে টানটান উত্তেজনার ম্যাচে তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সুপার এইটের এই ম্যাচে বৃষ্টি মাঝে থাবা বসিয়েছিল। এতে ওয়েস্ট ইন্ডিজের ১৩৫ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান। তার আগে কুইন্টন ডি’কক প্রথম ওভারে আকিল হুসেনকে তিনবার বাউন্ডারিতে পাঠিয়ে ভাল শুরু করেছিলেন। কিন্তু প্রথমে আন্দ্রে রাসেল রেজা হেনড্রিক্সকে (০) তুলে নিয়ে যে ধাক্কা দিয়েছিলেন, সেটাই তিনি শেষ করেন ওভারের শেষ বলে ডি’কককে (১২) ফিরিয়ে।

আরও পড়ুন-রান না পেলে বাদ রোহিত, বিরাটও, শর্ত গম্ভীরের

বৃষ্টির পর মার্করাম (১৮) আর স্টাবস রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তাঁর ব্যাডপ্যাচ অক্ষুণ্ণ রেখে আউট হয়ে যান। ক্লাসেন ১০ বলে ২২ রান করেছেন। স্টাবসের ব্যাট থেকে এসেছে ২৯ রান। কিন্তু এই সময় রস্টন চেস বিধ্বংসী চেহারা নিয়ে ৩ উইকেট তুলে নেন। এতে ১৫.২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়িয়েছিল ১১০/৭। শেষ ওভার যখন জয়ের জন্য দরকার ছিল ৫ রান, কাগিসো রাবাডা বাউন্ডারি মেরে দলকে সেমিফাইনালে তুলে নিয়ে যান। মার্কো জেনসেন নট আউট ছিলেন ২১ রানে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দিয়েছিলেন বাঁহাতি পেসার তাবরিজ সামসি। তিনি ২৭ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ইনিংসকে আটকে রেখে দিয়েছিলেন ১৩৫/৮-এ। চেস ৫২ রান করেছেন। মেয়ার্স করেন ৩৫ রান। তবে কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের সামনে তাঁর নামাঙ্কিত স্টেডিয়াম থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ক্যারিবিয়ান দলকে।

Latest article