জট কাটিয়ে ১০ বছর পর উচ্চপ্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু

সবমিলিয়ে বলাই যায় মহালয়ার পরেই কাউন্সেলিং শুরু হওয়ায় ২০১৬ টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিতে।

Must read

অবশেষে শারদোৎসবের আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশ মেনে রাজ্য বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরু করল। মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন নিজেদের ওয়েবসাইটে শূন্যপদের তালিকা আপলোড করেছে। চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষ করে মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৪ হাজার ৫২ জনের নাম প্রকাশ করা হয়। ২০২১ সালে কমিশনের তরফে জানানো হয় ওএমআর শিট নতুন করে মুল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এরপরই মামলা কলকাতা হাইকোর্টে যায় ও ৮ বছর পর গত অগস্টে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন-‘সোনাগাছি’ মন্তব্যে পঙ্কজ দত্তকে তুলোধোনা হাইকোর্টের, মিলল না অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ

গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেয় কমিশন। ৩ ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে বিধাননগরে এসএসসি অফিসে। নিয়ম মেনেই বৃহস্পতিবার শুরু কাউন্সেলিং। পুজো শেষ হলে অর্থাৎ ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর আবার নিয়োগের কাউন্সেলিং করা হবে। এই মর্মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও আগেই আশ্বস্ত করেছিলেন পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানানো হয় এই দফায় ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সেলিং হবে। সবমিলিয়ে বলাই যায় মহালয়ার পরেই কাউন্সেলিং শুরু হওয়ায় ২০১৬ টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিতে।

Latest article