১০ বছর পর জিয়া খান মামলা থেকে মুক্তি পেলেন সূরজ

মুম্বই মন্দিরে সূরজকে ভক্তিমূলক অবস্থায় ক্যামেরাবন্দি করতে মন্দির চত্বরে ছিল পাপারাজ্জি এবং মিডিয়ার। ভিড় ছিল ভালোই।

Must read

অভিনেত্রী জিয়া খানের (Jiya Khan) আত্মহত্যার মামলায় খালাস পেলেন সূরজ এবং তার একদিন পরে শনিবার অভিনেতা সূরজ পাঞ্চোলির গেলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। বিশেষ সিবিআই আদালত তাঁর বিরুদ্ধে ‘প্রমাণের অভাব’ বলে জিয়া খানের আত্মহত্যার জন্য দোষী সাব্যস্ত করেনি। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন-জেলায় জেলায় দুর্যোগ, কোথায় বৃষ্টি আজ

মুম্বই মন্দিরে সূরজকে ভক্তিমূলক অবস্থায় ক্যামেরাবন্দি করতে মন্দির চত্বরে ছিল পাপারাজ্জি এবং মিডিয়ার। ভিড় ছিল ভালোই। অভিনেতা একটি সাদা জ্যাকেট এবং জিন্সের সঙ্গে কালো টি-শার্ট পরে এসেছিলেন।

পুজো দিয়ে তিনি মন্দিরের মূল প্রবেশদ্বারে ফিরে আসেন। সঙ্গে ছিল বিশেষ পুলিশি নিরাপত্তা। মন্দির প্রাঙ্গণে কয়েকজন ভক্তর সঙ্গে সেলফিও তোলেন তিনি।

আরও পড়ুন-দোষী আফজল, হারাবেন সাংসদ পদ!

জিয়া খানকে ২০১৩ সালের ৩ জুন তাঁর মুম্বইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে বয়স ছিল মাত্র ২৫। এই মৃত্যু মামলায় প্রধান দোষি সাব্যস্ত হন সূরজ। জিয়ার লেখা একটা চিঠি পুলিশ পায় ১০ জুন। যেখানে লেখা ছিল সূরজ তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে। তারপর সূরজকে গ্রেফতার করা হয়েছিল। পরের মাসে জামিনে ছাড়া পান সূরজ।

 

Latest article